৹ ঘুম ৹ Rhyme: - aAbB
প্যাঁচায় ও ডাকেনি, শিঁয়াল ও হাঁকেনি
ভুত-প্রেতের ও নাই উৎপাত।
শিশির ঝরেনি, বৃষ্টি পড়েনি
তবু নির্ঘুম রাত।
ঝরা ও নেই,খরা ও নেই
সবকিছু ই স্বাভাবিক।
রোগ ও নেই, শোক ও নেই
তবুও ঘুম নাই ঠিক।
সর্দি-গর্মি সবকিছু দেখি নিয়ন্ত্রণে ই তো আছে
তবুও রোজ দেখি, শত চেষ্টায়ও ঘুম আসে না কাছে।
রোজ রোজই ঐ খুলির ভিতর একটানা উৎপাত
হাজার কথার বিজ্ঞাপনে ভোর হয়ে যায় রাত।
© পলাশ কুমার রায়, ২০২৫
.