৹ গ্রেট ৹ Rhyme: Free Verse

এলএ’র বাতাসে লাগে
বসন্তের ঘোর
জনতার মুখে শুনি
সত্যের সুর।

কলম্বাসের আগে বল
এ দেশ ছিল কার?
কে নয় এ ভূমির শুনি
খাঁটি দখলদার?

স্যান-ডিয়েগো থেকে পরে
টেক্সাসে ঐ
এই দাবানল ছড়িয়ে পড়ে
চোখ মেলে রই।

এই চেতনাবোধই গ্রেট
এটাই আমি মানি।
জমিদারি ভাবনার
তুচ্ছ বাকি বাণী।



© পলাশ কুমার রায়, ২০২৫

কৃতজ্ঞতা স্বীকার :- NEWS #laprotesters


.