৹ হৃদয়ের মানচিত্র ৹ Rhyme: Free Verse
আচমকাই
দুনিয়ার মানচিত্রে পাণামা খাল
আর গ্রীণল্যান্ডের অবস্থান
পুঙ্খানুপুঙ্খভাবে জেনে শেষে বুঝলাম
কত ধানে কত চাল।
আজ দুপুরেও গাজার চিলতে থেকে
মেপে দেখেছি মিশর ও জর্ডান এর দূরত্ব ও অবস্থান।
এমনকি একদিন খামোকা
ইন্দোনেশিয়ার পর্যন্ত তার দূরত্ব-অবস্থান-মিল-অমিল সব
ভেবে দেখতে হয়েছিল, এমনি চলছে দিনকাল।
মাপতে হয়েছে কলম্বিয়ার ক্ষণস্থায়ী হুমকি
ও তড়িৎ আত্মসমর্পণ
কানাডার শঠে-শাঠ্যং
মেক্সিকোর আপাত সহযোগিতা।
টেক্স আর শুল্ক যে আলাদা বিষয়
আরেকবার ঝালিয়ে নেয়া গেল তা ও।
চীন কে ত চিনি
ব্রিক্সের জি, কে ও জেনে রাখলাম
তবে শেষ দিকে
এল সালভাদরের ঐ বন্দী নিতে পারি প্রস্তাব
একদম সর্বাধুনিক ব্যবসায়িক ধ্যান-ধারণা বলেই মনে হল।
শেষমেশ বুঝি গোয়েন্তানামো বে পর্যন্ত
জল গড়িয়ে যায়।
সব মানচিত্র ঠিকঠাক দেখে রেখেছি কি রাখিনি
সদ্য স্বদেশে ফেরানো পুত্রকে ফিরে পেয়ে
অমৃতসরে অপেক্ষমান পিতার আনন্দ-উচ্ছ্বাস
একদম রাম ধাক্কা দিল আমার একপেশে চিন্তা ভাবনায়।
গ্রেট-আমেরিকান থিয়েটার দেখতে দেখতে
একজন ভারতীয় পিতার হৃদয়ের মানচিত্র
ঘেঁটে দেখার কথা আমার মনেই আসেনি।
গ্রেট আমেরিকান সম্রাট
আমি ঐ উৎফুল্ল পিতার হয়ে আপনাকে জানাই সহস্র অভিনন্দন।
নাদান ছেলে-মেয়েরা ঘরে ফিরছে বলে
আমাদের ঘরে ঘরে আজ নিশ্চিতই উৎসব।
© পলাশ কুমার রায়, ২০২৫
.