৹ যাত্রা শুভ হউক ৹ Rhyme: - Free Verse
ভদ্রলোক ভাল আয়না দেখান।
এই আয়না তোমার অবস্থা, অবস্থান, ক্ষমতা, দুর্বলতা
এবং সর্বোপরি তোমার ওজন, সব মাপতে পারে।
সব কিছু মেপেজোকে নিমেষে আয়নায় স্থির হয়ে যায়
তোমার কি প্রাপ্য হলো ভাই।
নেমন্তন্ন না গলা ধাক্কা নাকি যুগপৎ
ঠিকমত দুটোই দেয়া যায়।
বানিজ্যে হামেশাই একটু-আধটু ঝুঁকি নেয়াই চল
ক্রেতা-বিক্রেতা উপরে উপরে বন্ধু হলেও
ভিতরে ভিতরে দড়ি টানাটানিটাই আসল সম্পর্ক।
বাগে পাওয়া গেলে ষোল আনা সিদ্ধি-
তাই না সব নাটক, যেন ফেসবুক লাইভ চলছে।
দেখ দেখ ও কেমন কাণ্ড করছে
এরপর কি আর বন্ধু থাকা যায়?
স্বার্থের পাল্লাটা কোন দিকে আজ কেন ঝুঁকছে
বুঝার মত খুলি আমারও নাই।
উত্তর কোরিয়া সেই যে কবে লোক পাঠিয়ে আর কেন
টুঁ শব্দটি করল না
তা ভেবেও খুলি ওভার টাইম খাটছে।
পাণামা খালের কি হল হাল হালে
এখনো তা জানা হল না।
গ্রীণল্যান্ণ্ডের পানি কি গরম হচ্ছে?
দুচ্ছাই, নাই তার কোন চর্চা।
বুঝলাম, ভদ্রলোক আয়না দেখিয়ে দেখিয়ে
জল মেপে নিচ্ছেন।
লাভ না হলে আর শুধু শুধু যুদ্ধ করে কি লাভ
এমন ভাবনায় শান্তির সম্ভাবনাও চমকায়।
সব ভাল যার শেষ ভাল।
দুগ্গা, দুগ্গা, নতুন পৃথিবীতে আমাদের সবার
যাত্রা শুভ হউক।
© পলাশ কুমার রায়, ২০২৫
.