৹ কড়চা ৹ Rhyme: - Free Verse
যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ,যুদ্ধ শেষ।
সব্বাই এখন টিভি বন্ধ করে কাজে যাও।
শিশুরা খেলাধুলা কর।পার্কে যাও।দৌড়াও।
কেক,পেষ্ট্রি,পিজা,বার্গার,কোলা খেয়ে
জলদি মন ভাল করে ফেল।
বয়স্করা মনমরা হয়ে থাকা বন্ধ করুন।
গিন্নিরা শপিং মলে গিয়ে ঘুরে আসুন।
গায়ক বাছা তুমি গাইতে শুরু কর দেখি।
টি টোয়েন্টি ফির সে চালু কর।
টি থার্টি, টি ফর্টি শুরু করা যায় কিনা দেখ।
ভাইদের সিনেমাগুলি তাড়াতাড়ি রিলীজ কর।
আকাশ পথ, জল পথ,স্থল পথ
সব দুদ্দাড় চালু কর দেকিন।
মাঝি পাল তোল,নোঙ্গর উঠাও।
বিমান তুমি নিজের রাস্তায় ফিরে যাও।
পৃথিবী এখন খুব নিরাপদ
যেদিকে খুশি যাও।
কর্তা বাজারে গিয়ে খুব বড় ইলিশ নিয়ে আসুন দেখি।
খোকা তুমি ফেরার পথে কেক নিয়ে এসো।
বন্ধুরা আজ বড় পার্টি করো ইয়ার।
সেম্পেন কই সেম্পেন?
ষাঁড় তুমি খুব লম্বা দৌড় শুরু কর।
বাজার তুমি উত্তরে যাও তো দেখি।
ভালুক তুমি ঘুমাও।
ইকোনমির স্বাস্থ্য ফেরাতে হবে দ্রুত।
বাজে তর্ক রাখো।
মাঝে মধ্যে ও সব ছোটখাট খটাখটি হবে
সময়ে মীমাংসা হবে।
এই সুযোগে অত্যাধুনিক কায়দা কানুন শিখে নিলে কত
সবসময় কাজে লাগবে।
ভাল মানুষকে ধন্যবাদ দিতে আর শিখবে কবে?
আরে, তোমরা সবাই থমকে আছ কেন?
সব সত্যি,সব সত্যি,সব সত্যি।
খামোশ।
যতক্ষণ না কোন কিছু মিথ্যা প্রমাণিত হয়,সব সত্যি।
এই বাজারে
এর চেয়ে বেশি কিছু আশা করা কিন্তু ভারি অন্যায়।
© পলাশ কুমার রায়, ২০২৫
.