৹ কথা ৹ Rhyme: - Free Verse

কে কি বলল
এখন কি বলছে,তখন কি বলেছে
কথায় মিল বেশী না গড় মিল
সব নিয়ে চুলচেরা বিশ্লেষণের শেষে
চূড়ান্ত রায় ঘোষিত হয় সমাজ দর্পণে।

কবিতা কথা না হলেও কথা
তাই কাঠগড়ায়।
কবিতা দোষী,কবি দোষী
সাব্যস্ত করা ই যায়।
উন্মত্ত মানুষের ভিড়ে
কবি কি কিছু কম অসহায়?

কবি অসহায়,কবিতা অসহায়।
ভণ্ড জয় গান
যদি না গাইতে পারে
কে শুনে তার কথা কয় খান?

© পলাশ কুমার রায়, ২০২৫

.