৹ ল্যাবরেটরী৹ Rhyme: -aAbB

অভ্যাস হয়ে যাচ্ছে ঘরে বসে মৃত্যুকে লুফে নেয়ার খেলা।
বড় বড় মহার্ঘ ইমারত, মুহুর্তেই সব ইট পাথরের ডেলা।

রাতের আকাশে উড়ে যাওয়া সব আগুন পাখির ঝাঁক
পৌঁছে যাচ্ছে ঠিক নিশানায়, ভুল করেনা তাক।

তবে খেলাগুলি খুব মানবিক, নিরাপদে নাগরিক
সরে যেতে পারে অন্য কোথাও সময়ে দিগ্বিদিক।

সামান্য একটু লম্ফজম্প,কিছুটা উৎকন্ঠা
বাদ দিলে ভারি আনন্দময় ঘন্টার পর ঘন্টা-

এটাই জীবন, এর চেয়ে বেশী থাকবে কেন চাওয়া!
দেখ বিতর্ক , চলছে টিভি তে যুদ্ধে কেন যাওয়া।

দেখেশুনে তুমি স্থির করে নেবে তোমার ভুমিকা টি
কি হলে কি হবে, আগামী দিনে, মিলবে সিক্যুরিটি।

সামান্য কাজ,মন স্থির করা, চলছে যা ডামাডোল
বাজি জিততে,নিশানা লাগাবে,তুমিও নির্ভুল।

তোমার পিছনে আসছে দেখি বীর জনতার ঢেউ
ল্যাবরেটরীতে জীবন যাপন, দোষ করেনি কেউ।

© পলাশ কুমার রায়, ২০২৫

.