৹ মেরামত ৹ Rhyme: -Free Verse

এই তো সেদিন ঠিক করলাম
আবার বিগড়ে গেল।
মেরামতে মেরামতে ই গেল
অমূল্য জীবন।

টিনের চালের ফুটো দিয়ে গড়িয়ে পড়া সমস্যার জল
ভুঁইফোড় পোকামাকড় সব গেছে
তবু টাইলস ভেদ করে এখনো উঁকি মারে
অদৃশ্য সমস্যা-শিকড়।

মোবাইলের পাসওয়ার্ড দিয়েও
সামলানো যাচ্ছে কই গোপন তথ্যের ফোয়ারা।
চোখেমুখে খেলে বেড়ায় যে অসংখ্য আনন্দ ঢেউ
তারাও যে নানাবিধ সমস্যার ই কেউ।

পকেট বোঝাই ক্রেডিট কার্ডের বিল
গোপন মানি ট্রেইল-
ঠিক খোঁজ রাখে অবাধ্য চরণ ও মন
কোন ঘাটে ঘুরা ফিরা করে।

সম্পর্কে নজর রাখছে শার্লক হোমস
তার শত-সহস্র ডিজিটাল চোখ।
খাঁচা।
দৃষ্টিতে আবদ্ধ ই আছ তুমি বাছা।

থানা-পুলিশ।কাঠগড়া।আদালত।
সবাই হাজির।
আসামী-হাজির।জোড়হাত।
কুপোকাত।

মেরামতের সব সুযোগ শেষ।
মনতুতু সম্পর্ক ও বেশ খিল এঁটেছে দরজায়।
নো মেরামতি বিজনেস,ওনলি রিপ্লেস
যাও, নিকটে প্রবাস।

© পলাশ কুমার রায়, ২০২৫

.