৹ নতুন  নামকরণ ৹ Rhyme: Free Verse

দাঁড়িপাল্লা মন নিয়ে কবিতা লেখা বৃথা।
প্রেমভালোবাসার ক্ষেত্রে সাক্সেস রেট শূন্য।
বেশী হলে আমার নাম কেটে দিও।
রেখে দিও নতুন নাম পাঠা কিংবা গাধা।
শুধু খেয়াল রেখো ওদের কোন আপত্তি না থাকে যেনো।

পশুদের নামের চাহিদা বাজারে চড়চড় করে বাড়ছে।
কারণটা আমি জানি বলে বলছি
গোপন রেখো সংসারে পশুদের নামে একটিও দুর্বৃত্ত নেই
সব সাদা পাতা ।  

অন্যদিকে দেখো, ছোট থেকে ছোট কিংবা সমাজের মাথা
কে আছে এমন, যার নামে নাম সমান
এমন দুষ্টলোক নাই এ ভুবনে?

বেশি বলার কি দরকার মা বাবা কত আশা করে নাম রাখে।
যেমন কারোর থাকে ফুলের নামে
কারোর থাকে ফলের নামে নাম।
ভুরিভুরি ঠাকুর দেবতা এবং স্বয়ং ঈশ্বরের নামেও নাম থাকে।
ফলে অনাসৃষ্টি যা ঘটার তা ঘটে গেছে সবই।
অপকর্ম, কুকর্ম সব করে লোকজন
আর ঠাকুর দেবতা ঈশ্বর ধরা পরে।

পশুদের নামে এখনো কোন দোষ নাই।
মানুষ ঘেন্না করে পশুদের করিয়াছে অশেষ উপকার।
তাই এখন গর্ব করে বলা যায় আমার নাম পাঠা।
আমার নামে কোন দুষ্টলোক নাই।
কুকুর শৃগালেও আমি দোষ পাইনা মোটে।
তবে গাধা নামের চাহিদা অতি তুঙ্গে।
এমন নিরপরাধ নাম পশু সমাজেও আরেকটি নাই।
অত্যন্ত পরোপকারী নাম গাধা।

বলছিলাম না দাঁড়িপাল্লা মন নিয়ে কবিতা লেখা বৃথা? প্রেমভালোবাসার ক্ষেত্রে সাক্সেস রেট শূন্য? এখন বুঝলেতো কেন?


© পলাশ কুমার রায়, ২০২৪