৹ নতুন পৃথিবী ৹ Rhyme: Free Verse

মহোদয়
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
মন ঠিক যেমনটি চায়
তেমনই একটি পৃথিবী
কে না চায়?
শুধু মুখ ফোটে বলার এলেম
আগে কারো ছিল না।
আপনি বলে ফেলেছেন
করেও ফেলতে পারেন-
এমন সম্ভাবনায় না জানি কত
লক্ষ ঘুম নিমেষে উধাও।

আপনার প্রতি পদক্ষেপে
ছড়িয়ে পড়বে অনুপ্রেরণার শতকোটি হাউই
চাই, চাই, আমারও চাই, আমারও চাই।
চাওয়ার বৈধতা ঠিক করবে কব্জির জোর।
চেঙ্গিসী পরাক্রম
গিলে খাবে পণ্ডিতের পাণ্ডিত্য
জ্ঞানের ঐতিহাসিক ভাণ্ডার।

নতুন এই শক্তি সাধন পীঠে
কোন কিছু না চাওয়ার অপরাধে
বলি চড়বে যাবতীয় মানবিক নিস্পৃহতা।
বীরভোগ্যা বসুন্ধরার বরমাল্য
এই শক্তি-সাধনা লব্ধ অমৃত।
বিজিতের জন্যও থাকবে
কণা মাত্র পরাধীনতা বিষ।

প্রতিটি বাড়ির সীমানা
নতুন করে নির্ধারিত হবে
দখলদারের শৌর্য-বীর্যের নিরিখে।
বুঝতে হবে, আজ যা কিছু তোমার আছে বলে ভাবছ
সবকিছু হয় বিক্রি হবে বা দখল হবে ক্ষমতাবান ক্রেতার ইচ্ছায়।
ভবিষ্যতদ্রষ্টা ডারউইন সাহেব চমৎকার বলেছিলেন-
সারভাইবল অফ দ্য ফিটেষ্ট।


© পলাশ কুমার রায়, ২০২৫




.