৹ অথ বাম দক্ষিণ কথকথা ৹ Rhyme: aBcB
হৃদয় আমার বামেই ছিল
দক্ষিণ ছিল দূর
তবুও মিলেনি বামের হৃদয়
গানের মিলেনি সুর।
কত বাম পরে দক্ষিণ হল
মনে-মুখে নয় কাজে
ওদের দেখলে শুধু বাম কেন
দক্ষিণও আজ লাজে।
সর্ষেতে ছিল ভুত অথবা
ভুতেরই সরিষা মেলা
এই ভেবে ভেবে সময় ফুরাল
শেষ হল সব খেলা।
এরচেয়ে ভাই দক্ষিণই ভাল
নেই কপটতা ভান।
নিরাপদে তুমি যাও তার সাথে
গাও সাম্যেরই গান।
© পলাশ কুমার রায়, ২০২৫
.