৹ পলাতক আশিক ৹ Rhyme: free Verse
কভিড-কালের মন-মন
ভিটামিন সি
পরে দুই তিন বার
ভেক্সিনের সুঁই
জান-রক্ষা করলেও মান-রক্ষার
হল কি হল না দশা হল
যখন অনলাইন ভুতুড়ে প্রেম
কাঁধে চেপে বসল।
যখন যখন-তখন
মরে গেলাম রে
মরে গেলাম রে ভাব-
ভাব সম্মুখে যদি থাকে প্রেমের স্বর্গোদ্বান
কত না মোহময় হয় তার টান।
একবার মরে গেলে
সব বয়সই এক্কেবারে সমান।
আত্মার না আছে যৌবন না বার্ধক্য।
দেখা যখন পেয়েই গেল
পরাণের পরাণ
কোন্ বাধা তুচ্ছ করা যায় না
সে কথা কে ভাবে আর?
এখন যাকে তোমরা ডোপা বলে জান
আমাদের কাছে তাই তখন রসের হাঁড়ি
ভাবে আর ভালবাসায় টইটম্বুর।
আগে দেখা হয়নি বলে
ক্ষতি যা হওয়ার হয়ে গেছে।
এখন অসীম করোনা কৃপায়
দিনরাত এক করে
আসঙ্গ কুসঙ্গ করে
অমৃত ভাবাবেগে পুষিয়ে নেয়াই যায়।
আহা কি দিন, কি রাত
চেতনা চৈতন্যের সে কি
দফারফা ভাব
এখন ভাবলেও গায়ে কাঁটা দেয়।
মগজের অখণ্ড অবসরে
মনের একাধিপত্য-রাজ
ডোনাল্ড ট্রাম্পও তখন
এক বিস্মৃত অধ্যায়।
যুদ্ধ কি চীজ
তখন কে আর বসে ভাবে?
সব দোয়ারে যম
শুধু অনলাইনে সুখ
সুখ সুখ সুখ।
করোনার এহেন আশীর্বাদ
গেল কি গেল না
চারিদিকে দ্রিম দ্রিম রণ হুংকার।
মগজের ঘুম ভাঙ্গায় হিসাবের খাতা।
কাজে ফিরে গেলে
কে আর সময় নিয়ে
আবেগের হিসাব চুকায়?
ধুমধাম বন্ধ হয় জানালা-কপাট।
ভুতের কি সাধ্য আর
মন কে জ্বালায়।
© পলাশ কুমার রায়, ২০২৫
.