৹ শেষ কথা ৹ Rhyme: - Free Verse

আমার দেহ ভাল থাকলে আমি ভাল থাকি
খারাপ থাকলে খারাপ।
আমার মন-ভাল থাকলে আমি ভাল থাকি
খারাপ থাকলে খারাপ।
এমন কেন হবে?

আমি জীবিতকালে দেহ ও মন আমার দায়িত্ব
কিন্তু আমি দেহ নই!
আমি মন ও নই!
আমি অন্য কেউ।
আমার ভাল থাকা, মন্দ  থাকা
ওদের উপর নির্ভর করলে চলবে কেন?

দেহ মন কে ভাল-মন্দ রাখতে চাইলে রাখুক
মন দেহ কে ভাল-মন্দ রাখতে চাইলে রাখুক
এটা সম্পূর্ণ ওদের বিষয়।

বড়জোর আমি ওদের পরামর্শ দিতে পারি
শাসন করতে পারি
চাইলে পরিত্যাগ ও করতে পারি।
তবে কোন মতে ই
আমি ওদের মর্জি মত চলতে পারি না।
এই আমার শেষ কথা।

© পলাশ কুমার রায়, ২০২৫

.
অনুপ্রেরণা:- ঈশা ক্রিয়া, সদগুরু