৹ স্বচ্ছ বিকি-কিনি ৹  Rhyme: aBcB

ভাবনাটি খুব সহজ সোজা
বিকি হবে দেশ।
চাই আমার ঐ ভূমির দখল
আমার কথাই শেষ।

ভাবনাটি খুব সোজা সরল
ঐ জলপথও চাই।
না পেলে যে চলছে না আর
আমার ভীষণ দায়।

এই ভাবনাটি আরো সোজা
তুমি আমি এক।
দূরে কেন ব্রো সাথেই জোড়
থাকব নিরুদ্বেগ।

তুমি বাপু অস্ত্র নিলে
দাম দিবে না তার?
খনিজ দিয়ে ঋণ চুকালে
হয়না চমৎকার?

সব পুরাতন ধাঁচা যদি
আগের মতই থাকবে
ইতিহাসই কেন আমায়
ফালতু মনে রাখবে?

ভেবেই যখন বলছি হবে
তোমার জন্য ঠিক
মিছে মিছে ভয় পেয়ে যাও
মিছেই ভাব ট্রিক।

যুগদ্রষ্টা মানুষ আমি
দেখছি অনেক দূর
সবার জন্যই সেরা জিনিষ
সবার জন্যই নূর।

সবার জীবন ভরবে আলোয়
অন্ধকারই বাজে।
তাইতো বলি ভাবনা আমার
লাগাও সবাই কাজে।

তোমরা সবাই বন্ধু আমার
হাত বাড়ালেই পাই।
সামান্য কাজ, খেয়াল রেখো
আমার কি কি চাই।

একসাথে সব লাগলে কাজে
রাত হবে সব দিন
ঝলমলিয়ে উঠবে জীবন
মরার শঙ্কা ক্ষীণ।

বলছি আমি স্বর্গ নরক
ঐ তো দেখা যায়
স্বর্গ পেলে সবার জন্য
নরক কেন চাই?

রাখছি আমি লুকিয়ে কোথায়
সিক্রেট কোন প্ল্যান?
বিকি-কিনি স্বচ্ছ হবে
প্রমিস জেন্টলম্যান।

© পলাশ কুমার রায়, ২০২৫


.