আমি আঁধারে আঁকিনি বিষাদের রেখা ধূসর ক্লান্তিময়
      বেলা শেষ হলে আঁধারই নেমেছে ঘরে,
      পথ হারিয়ে থামিনি পথের খুঁজে পেতে পরিচয়,
      দেখি পথটাই শেষ হয়েছে হঠাৎ করে।


আমি হৃদয়ের বাঁধ ভাঙ্গিনি দু'চোখে ঝরো ঝরো বরষায়
      বাঁধ ভাঙ্গা মন ভেঙ্গেছে আপন লয়ে,
      মনের গহীনে আঁধার আঁকিনি ক্ষরণের বারতায়,
      মনের দুয়ার অযতনে গেছে ক্ষয়ে।


আমি নিরাশার মাঝে হারাইনি তাও আলোর স্বপ্নরেখা
      আঁধারে দেখেছি ঝিকিমিকি তারা জ্বলে,
      রাত পোহালে তবেই তো মিলে নতুন ভোরের দেখা
      জানি দুঃসময়ও দলা যায় পদতলে।


আমি পথচলা শেষে থামিনি যে তাই ঠিকানার দ্বারে এসে
      নতুনের শুরু খুঁজেছি পথের বাঁকে,
      যতবার তাই আঁধার এসেছে ততবারই রাত শেষে
      দেখেছি আবার নতুনের আলো থাকে।


(রচনাকালঃ ৭ই জানুয়ারি ২০১৫ ইং)