জীবন যখন থামলো এসে ছাঁয়ার দ্বারে,
একটু আশা একটু বিষাদ বারে বারে
আলো-ছায়ার লুকোচুরির মায়ার খেলায়
দোল দিয়ে যায় ধূসর মনের অলস বেলায়।


দৃষ্টি নত, ভাবনা হারায় অবসাদে,
থমকানো মন মনের মাঝেই গুমরে কাঁদে,
চোখ খুলে যে ছায়ার মাঝেও আলো থাকে
তাও দেখে না দগ্ধ পথিক মনের হেলায়।


হয়তো ছায়া থাকবে না আর, আলোর রথে
চলবে পথিক নতুন করে আলোর পথে,
মনের মাঝে থমকে থাকা অস্তাচলে
ডাকবে ফাগুন নতুন ভোরের সুরের খেলায়।


মুক্ত এ মন আবার তখন আলিঙ্গনে
পড়বে বাধা নতুন প্রেমের নতুন পণে,
নতুন পথের খুলবে যে দ্বার পথের শেষে,
নতুন করে সব সাজিয়ে রঙের মেলায়।


স্বপ্নগুলো অস্তমিত রাতের তারায়
যতোই হারায় হাহাকারের করুণ ধারায়,
নতুন ভোরের আলোর পরশ নতুন করে
নতুন দোলায় ভাসায় তাদের আশার ভেলায়।


(রচনাকালঃ ২৬ নভেম্বর ২০১২ ইং)