জনগনকে দেননি তারা কিছু,
দেয়ার মতো মন ছিলো না কারও,
আপন পেটের পূজোই গেলেন করে,
বেঁচে থাকলে তাই করবেন আরও।


আর আমরা আম-জনতার সারি,
চোখে দেখেও দেখি না যে কিছু,
এই দল বা ওই দল ভাগ করে
ঘুরে বেড়াই তাদের পিছু পিছু।


কেউ পায়নি, কেউ পাবে না, তবু
আমি কি পাই সেটাই হিসাব করি,
দেশের না হোক চাটুকারি করে
নিজের পেটে যা পাই কিছু ভরি।


দল করি তা দেশের জন্যে নাতো,
দেশের হলে আমার কি যায় আসে?
দেশের সবাই মরলে মরুক যতো,
আমার সুযোগ দেশের সর্বনাশে।


(রচনাকালঃ ২৬ মে ২০১০ ইং)