কোথাকার কবেকার একরাশ নীলে বুনে স্বপ্নের জাল
দেখেছিলে মায়াচাঁদ লাজুক হাসিতে বেঁধে রাখে মহাকাল।
বছরের হাত ধরে বছর গড়ায়, দিন রাত বয়ে যায়,
ছোট ছোট কুঁড়ি ফোটে, ঝরে পড়ে, সৌরভে শূন্যে মিলায়।
ছোট হাত মুঠি বাঁধে, জঠর কাঁপিয়ে নেয় জীয়ন শপথ,
কিশলয় বেড়ে উঠে, আকাশের নীল ঢেকে ছায় মেঠো পথ।
আসে ঝড়, ঝড় শেষে নতুনের উদ্যমে জাগে প্রত্যয়,
ধ্বংসের ধুলো থেকে সৃষ্টিযজ্ঞে মাতে নতুন সময়।
শুনেছিলে কান পেতে দূর থেকে ভেসে আসা বিজনের সুর,
বোধের আড়ালে বোধ খেলে যায়, কাঁপে সুরে বিলাপ বিধুর।
প্রতিবার প্লাবন ভাসায় বাঁধ রক্তিম ঊষর ধরায়,
পললে পরত জমে, ঘাস ছায় সুশ্যামল উর্বরতায়।
ঢেউ খেলে যায় জলে, ঢেউয়ে খেলে অবারিত শস্যের মাঠ,
আকাশে ভাসায় ডানা, পাখি খুঁজে নেয় তার জীবনের পাঠ।
জীবন জীবন্তরূপে অনাদিকাল ছুটে চলে অবিরাম,
ছুটেছিলে সেই পথে, অজানার পথে, খুঁজে পেতে পরিণাম।
দেখেছো সাগর ফুঁসে, নিঃশ্বাসে জীবনের দেয় আশ্বাস,
সময় এগিয়ে চলে, প্রস্ফুট যৌবনে জরা বাধে বাস।
নতুনের পথ চেয়ে ঝরে যায় জীর্ণতা, থাকে অবদান,
নবজাতকের মাঝে জীবনের মানে খুঁজে পায় প্রস্থান।


(ছন্দ পরিমার্জিত করা হয়েছে ৬/১৯/২০১৯ তারিখে)