কথার সাথে মুখ শধু নয়
কানও লাগে মিষ্টি,
রুক্ষ্ণ কথাও মিষ্টি কানে
মধুর ঝরায় বৃষ্টি।
কেউ বা আছে মিষ্টি কথাও
শুনলে ভারি তড়পায়,
তাদের কাছে মিষ্টভাষীও
চান্স পেলে কিল-চড় খায়।
কারও কাছে সবার কথাই
গরু-বাছুর গাধার ডাক,
তাইতো তারা নিজেও সদাই
হাম্বা রবে দিচ্ছে হাক।
চালাক যারা, তারাই কেবল
সুযোগ পেলেও চুপটি রয়,
কাজের চেয়েও কথাই নাকি
বাড়ায় জাতির অবক্ষয়।


(রচনাকালঃ ১৭ এপ্রিল ২০১২ ইং)