কখনও এমন কেন হয়?
সময় দাঁড়ায় থেমে,
হৃদয়ে তোমার প্রেমে
খরস্রোতা নদী যেন বয়।
দুই পার আঁকাবাঁকা,
সাদা কাশবনে ঢাকা,
সুদূরে আঁধারে শুধু
চাঁদ জেগে রয়।
মিটিমিটি তারা সবে
ছুঁয়ে যায় অনুভবে,
তোমার বারতা লয়ে
কত কথা কয়।
সে কথা মিলায় দূরে
মৌন মাতাল সুরে,
বাতাসের ডানা বেয়ে
জাগে প্রত্যয়।


কখনও এমন কেন হয়?
কাছে থাকো তাও যেন
দূরে সরে যাও, কেন
দু'জনার মাঝখানে বৈরী বলয়?
তোমার পরশ ঘিরে
স্বপ্ন যা মন জুড়ে,
আঘাতে আহত সেই
সুখের আলয়।
যা ছিল হারায়ে সবই
আপন ভুবনে ডুবি,
তুমিহীনা সে ভুবন
ধু ধু বালুময়।
সব কিছু ক্ষয়ে যায়,
তারই মাঝে রয়ে যায়
তোমার আমার প্রেম
চির অক্ষয়।


(রচনাকালঃ ২৫ মার্চ ২০০৯ ইং)