আসরের পাতায় গত সপ্তাহের ১০টি কবিতার যে তালিকা দেখানো হয়, তা নিয়ে অনেকদিন যাবতই নানা অভিযোগ ও পরামর্শ পাচ্ছি। পরামর্শ অনুযায়ী তালিকা তৈরির কোডিং-এ আগেও পরিবর্তন আনা হয়েছে, এবং এটাও বলা হয়েছে যে এটি একটি চলমান প্রক্রিয়া। অবস্থা বুঝে আরও পরিবর্তন আনা হবে এতে। বেশ কিছু পরিবর্তনের পরিকল্পনা আরও আগে থেকে মাথায় থাকলেও সময়ের অভাবে এবং কোডিং-এর জটিলতায় আগে তা বাস্তবায়ন করা হয়নি। ফলে একই ত্রুটি নিয়ে আবারও অনেকেই অভিযোগ জমা দিচ্ছেন। এটি একটি ভালো লক্ষণ। বিষয়টি নিয়ে যখন অনেকেই মাথা ঘামাচ্ছেন, তখন আমারও উচিত সময় বের করে এর সমাধানে পদক্ষেপ নেয়া।


তবে অনেকেই যেমন এই পদ্ধতিটি পুরো বন্ধ করে ফেলতে বলছেন, আমি তাতে এখনও সহমত নই। আগে এর লক্ষ্য কি, লক্ষ্য পূরণে সমস্যা কি কি, এবং সেগুলোর সমাধান করা সম্ভব কিনা (যা চেষ্টা না করা পর্যন্ত বোঝা সম্ভব না) ইত্যাদি যাচাই না করেই হুট করে বন্ধ করায় আগ্রহী নই আমি। এই তালিকা দেখানোর পদ্ধতি হুট করে অল্প সময়ে হুজুগের মাথায় যোগ করা হয়নি। নানা জনের নানা পরামর্শের ভিত্তিতেই এমন কিছু করার পরিকল্পনা ঘুরছিলো মাথায় কয়েক বছর ধরে। (বিশেষ করে পূর্বেকার নিয়মিত সদস্য ও মন্তব্যকারীর তালিকা বন্ধের পর থেকেই)। বাস্তবায়নের সমস্যাগুলোও মাথায় ছিলো। আর যখন মনে হয়েছে সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার মতো পর্যায়ে এসেছে সাইটের সার্বিক ব্যবস্থাপনা, তখনই কেবল এই তালিকা তৈরিতে হাত দেই। এ ব্যাপারে আমার কর্মপরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি এখানে তুলে ধরছি যেন এ নিয়ে বিতর্ক কিছুটা স্তিমিত হয়। এছাড়া যারা আগ্রহ নিয়ে নানারকম পরামর্শ দিচ্ছেন, তাঁরাও যেন মূল লক্ষ্য ও পটভূমি বুঝে সেই মতে পরামর্শ দিতে পারেন।


পটভূমি

আগে এক সময় আসরে নিয়মিত কবি ও মন্তব্যকারীদের তালিকা দেখানো হতো। অনেকেই এই তালিকায় নিজের নাম দেখানোর জন্য নিয়মিত কবিতা প্রকাশ ও অন্যের কবিতায় মন্তব্য করতেন। বিষয়টা অনেকটা কম্পিটিশনের মতো হয়ে গেছিলো। দেখা গেলো যারা কবিতার মানের চেয়ে কবিতার সংখ্যা বাড়াতে পারছেন, তাদেরই তালিকায় বেশি বেশি দেখাচ্ছে। অনেকেই আবার তালিকায় যাদের নাম দেখাচ্ছে, তাদেরই সেরা কবি হিসেবে বিবেচনা করছেন। নানা চেষ্টাতেও যখন এই জনমতে তেমন কোন পরিবর্তন আনা গেলো না, তখন বাধ্য হয়েই তালিকা দু'টি দেখানো বন্ধ করে দিলাম। বন্ধের পর অনেকে এর প্রশংসা করলেও, দেখা গেলো অনেকে এর বিপক্ষেও অবস্থান নিচ্ছেন। তাদের কথা হলো এমন তালিকার ফলে অনেকেই আসরে আরও বেশি বেশি সম্পৃক্ত থাকায় উৎসাহিত হতেন। ভেবে দেখলাম, আসরের সদস্যদের জন্য নানারকম উৎসাহব্যঞ্জক ফিচার রাখারও কিছু প্রয়োজন আছে। তবে যেহেতু কবির মূল পরিচয় কবিতার মাধ্যমে, তাই সদস্য বা কবিদের তালিকা তৈরি না করে বাছাইকৃত কবিতার তালিকা তৈরি করা যেতে পারে। সমস্যা হলো বাংলা-কবিতা ডটকম কবিতা প্রকাশের এক প্লাটফরম মাত্র, কবিতার মান যাচাইয়ের না। এখানে তাই খুবই নিম্নমানের লেখা থেকে নিয়ে উচ্চমার্গীয় কবিতা সব একই সাথে সহাবস্থান করছে। কিন্তু আলাদা তালিকায় দেখাতে গেলে ন্যূনতম একটা মান তো বজায় থাকতে হবে সেই কবিতায়। সেটা করার মতো কোনো ব্যবস্থা তখন ছিলো না। তাই আমিও অপেক্ষায় ছিলাম। যখন মনে হলো এটা কিছুটা হলেও সম্ভব, তখনই এমন তালিকা তৈরিতে হাত দেই।


লক্ষ্য

১) আলাদাভাবে অল্প সংখ্যক কবিদের কবিতা সবার সামনে তুলে ধরা। এতে করে কবিতার মাধ্যমে এর কবির পরিচিতি যেমন বাড়লো, তেমনই কবিও উৎসাহ পেলেন আরও ভালো কিছু লেখার।


২) সবার মনোযোগ পাওয়ার জন্য তালিকাটি প্রতিদিন পরিবর্তন না করে বেশ কিছুদিন একই তালিকা রাখতে হবে। শুধু একদিনের প্রকাশিত কবিতা থেকে বেছে দেখাতে গেলে প্রতিদিনই পরিবর্তন করতে হবে। তাই পুরো এক সপ্তাহের জমা দেয়া কবিতা থেকে তৈরি করা যেতে পারে তালিকা। যেহেতু বর্তমান সপ্তাহ এখনও চলমান, তাই আগের এক সপ্তাহের কবিতা থেকে বেছে নিয়ে এই সপ্তাহে সেগুলো দেখানো যেতে পারে।


৩) তালিকার কবিতার ন্যূনতম একটি মান থাকতে হবে। রিভিউয়াররা মান যাচাই করতে পারেন এখন। তবে শুধু একজন রিভিউয়ারের রেটিং-এর ভিত্তিতে বাছাই করলে এতে ভুল থাকার সম্ভাবনা বেশি থাকে। তাই একাধিক রিভিউয়ারের রিভিউ পেয়েছে যেসব কবিতা, শুধু সেগুলো থেকেই দশটি নেয়া যেতে পারে স্বয়ংক্রিয়ভাবে।


সমস্যা

১) রিভিউয়ের সংখ্যা অপ্রতুল। সব কবিতায় রিভিউ জমা হচ্ছে না। আবার একাধিক রিভিউ জমা হচ্ছে তার চেয়েও কম কবিতায়।


২) ঘুরেফিরে অল্প সংখ্যক সদস্যই প্রতি সপ্তাহের তালিকায় থাকছেন। রিভিউয়াররা সাধারণত: তাদের পরিচিত জনদের কবিতাতেই নিয়মিত রিভিউ দিচ্ছেন।


৩) রিভিউয়াররা যথাযথভাবে রিভিউ দিচ্ছেন কিনা তা নিয়ে অনেকের মাঝেই সন্দেহ দেখা দিচ্ছে।


৪) একবার তালিকা তৈরির পর যদি দেখা যায় কোনো রিভিউয়ার গিয়ে পুরানো কবিতায় আবারও রিভিউ দিচ্ছেন, তবে তার ভিত্তিতে আগের তৈরি তালিকা সপ্তাহ শেষ হবার আগেই পরিবর্তিত হয়ে যাচ্ছে।


সমাধান-কল্পে পরিকল্পনা

১) রিভিউয়ারের অপ্রতুল সংখ্যা


রিভিউয়ারের সংখ্যা বাড়ানো ছাড়া এর বিকল্প নেই। অনেকেই বলছেন সব সদস্যকেই রিভিউ জমা দেয়ার সুযোগ দেয়া হোক। কিন্তু যে কেউ রিভিউ দিতে পারলে তো স্বজনপ্রীতি বাড়ারও সুযোগ বাড়লো। আবার চাইলে একজনই একাধিক আইডি খুলে নিজেই নিজের কবিতাগুলোয় রিভিউ দেয়া শুরু করে দিলেন। এমন প্রস্তাবও এসেছে যে সাধারণ সদস্যেরা প্রাথমিক রিভিউ দিবে, তার থেকে বাছাইকৃত সেরাগুলোয় রিভিউ জমা দিবেন রিভিউয়ারগণ। কিন্তু এতে করে পুরো পদ্ধতিতে জটিলতা আরও বাড়ছে।


একেবারে প্রথম যখন রিভিউ দেয়ার ব্যবস্থা এখানে যোগ করা হয়, তখন থেকেই পরিকল্পনা ছিলো সময়ের সাথে সাথে রিভিউয়ারদের সংখ্যা বাড়ানোর। প্রাথমিকভাবে পুরানো সদস্যদের মধ্যে যাদের লেখা ভালো বলে অন্যদের কাছে বিবেচিত, তাদের রিভিউয়ার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিলো। পরবর্তীতে যাদের লেখার মান ভালো হিসেবে বেশি রিভিউ জমা হচ্ছে তাদেরকেও রিভিউয়ার হিসেবে দায়িত্ব দেয়া শুরু করেছি। এভাবে প্রতি সপ্তাহেই নতুন নতুন সদস্য রিভিউ করার ক্ষমতা পাচ্ছেন।


২) অল্প কিছু সদস্যের কবিতাই নিয়মিত তালিকায় দেখানো


আসরের কেউই এর কোনো দায়িত্ব পালনে বাধ্য নন। এমনকি রিভিউয়ারও নন। প্রত্যেকেরই অন্যান্য অনেক কাজ আছে। এসব কাজের ফাঁকে যে যতটুকু পারেন এখানে সময় দেন। তবে রিভিউয়ারের সংখ্যা যতো বাড়বে, এই সমস্যারও কিছু করে পরিবর্তন হবে। এছাড়াও আজ নতুন নিয়ম যোগ করে দিলাম কোডিং-এ। এখন থেকে যার কবিতা গত ৩ মাসে একবার তালিকায় এসেছে, তার নতুন আর কোনো কবিতা এই সপ্তাহের তালিকায় আসবে না। অর্থাৎ, নতুন অনেকের নাম এখন বেশি সুযোগ পাবে তালিকায় আসার জন্য। এছাড়া রিভিউ যেহেতু এখনও অপ্রতুল, তাই কবিতায় রিভিউয়ের সংখ্যা ও মানেও কিছুটা শৈথিল্য আনা হয়েছে।


৩) রিভিউয়ারদের রিভিউ-এর মান নিয়ে সন্দেহ


এই সন্দেহ থাকবেই। বাংলার অনেক খ্যাতিমান কবিও তাঁর কবিতার বিরূপ সমালোচনা পেয়েছেন। তার মানে এই বলা যাবে না যে তাঁর কবিতা নিম্নমানের ছিলো, অথবা সমালোচক অযোগ্য ছিলেন। কবিতা এমন একটি বিষয়, যেখানে বাঁধাধরা কোনো নিয়ম বা ফর্মুলা প্রয়োগ সম্ভব না। তাই কবি বা পাঠক যেটাকে কবিতার বিশেষত্ব মনে করছেন, সমালোচকের কাছে সেটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে। তবে আশা করা যায় একাধিক রিভিউয়ার একটি কবিতায় রিভিউ জমা দিলে, তাদের গড় রেটিং নির্দিষ্ট কোনো একটি দিকে কম ঝুঁকে থাকবে। এক্ষেত্রেও সময়ের সাথে রিভিউয়ারের সংখ্যা যতো বাড়বে, অভিযোগও ততো কমতে থাকবে বলে আশা করা যায়।


৪) সপ্তাহের তালিকা তৈরির পর আবারও পরিবর্তন


আগে প্রতি ১০ মিনিট পরপর গত সপ্তাহের কবিতাগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবে তালিকা তৈরি করা হতো। অর্থাৎ, কোনো কারণে আগের সপ্তাহের কোনো কবিতায় রেটিং পরিবর্তিত হলে ১০ মিনিট পর তালিকাও পরিবর্তিত হয়ে যেতো। অথচ একবার সপ্তাহের একটি তালিকা তৈরি করা হলে সেটাই বহাল থাকা উচিত পুরো সপ্তাহ জুড়ে। আজ সেই সমস্যার সমাধান করা হয়েছে। এখন একবার তালিকা তৈরির পর সেটি রেখে দেয়া হয় ডাটাবেজে। পরবর্তীতে নতুন তালিকা তৈরির পরিবর্তে ডাটাবেজ থেকে একই তালিকা এনে দেখানো হয় এক সপ্তাহ ধরে।


-----


আশা করছি একই সদস্যের কবিতা নিয়মিত তালিকায় দেখানো এবং এর ফলশ্রুতিতে রিভিউ জমাদানের প্রক্রিয়া নিয়ে অভিযোগ কমবে নতুন ব্যবস্থার ফলে। তারপরেও আবারও বলছি, এটি একটি চলমান প্রক্রিয়া। সময়ের সাথে সাথে এই পদ্ধতিতে আরও পরিবর্তন আনা হতে পারে, যেন এর মূল লক্ষ্য আরও সঠিকভাবে বাস্তবায়িত হয়।