যা কিছু বলতে গেলে
ছন্দ খেলে,
দ্বন্দ খেলে ছন্দ জুড়ে,
সে লেখা লিখবো নাকি?
সময় ফাঁকি
দিয়েই লেখি কাগজ ভরে।
সে লেখার হয়তো মানে
থাকবে না,
সব উল্টে হবে উল্টো ছড়া,
সে লেখার কথার টানে
অর্থবিহীন
থাকবে শুধুই ভাঙ্গা-গড়া।
ঢেউয়ে যে ছন্দ খেলে,
লেখাতেও খেলবে যে ঢেউ
উথাল-পাথাল আপন তালে,
সে ঢেউয়ে নাও ভাসাবো,
দুলবে সে নাও
লাগলে হাওয়া মনের পালে।
দোলাতেই দুলবো আমি,
দুলবে জগত
প্রলয় নেশার মাতাল ঘোরে।
মানে তার খুঁজবো না আর,
বুঝবো না আর
হিসেব মেলায় কেমন করে।
সে হিসাব বেহিসাবের
খাতায় রবে,
প্রাপ্তি হবে শুন্য পুরো,
নতুনের হিসেব নিয়ে
নতুন করে
আবার তবে করবো শুরু।


(রচনাকালঃ ৩ জুন ২০১১ ইং)