ছেলেবেলায়, ভয় পাওয়া ডাইনির ঘরে গিয়ে দেখি—


ধানক্ষেত ভেঙে,
কই মাছেদের আন্দোলন—


কৃষকের মতো জল, জলের ভেতর
মা মা গন্ধ


আমি ঝাড় ফুঁক বুঝি না, তুকতাক বুঝি না,
অনন্ত জলারণ্য জুড়ে শুধু
ডাইনিকে খুঁজি—


ঝাঁকে ঝাঁকে, চিংড়িদল খোলস ছাড়ে—
সেখানেও,
নিবিড় কান পেতে শুনি—


কোথাও তো সেই,
অভাগী নেই !