দুর্ভাগা শালিক পাখিটির মতো বসে আছি
দূরে বৃষ্টি পড়ছে,
             বৃষ্টি পড়ছে বনবাদাড়ে একা


গোলাপখাস আম গাছটির নিচে, নিঃসীম এক আমি


আমার কোনো ঘর নেই
কাঁকড়াদের ঘরও বুজে যাচ্ছে,  
                                       জলে


লাজুক, লাল পিঁপড়েদের ডিম ধুয়ে কোথায় গেল !
খুঁজবো না আর, খুঁজবো না নিজেকেও


জল তিতিরের বাসায়, ভাসিয়ে দিয়েছি দেহ


এ দেহ ধানফুল হোক,


পুনর্জন্মে, আমি হই-


পালক কুয়াশা