বহুদূর চলে গেছে দুপুরপাখি—
বহুযুগ আমার নূপুরপাখির সাথে ভাব—
আষাঢ়স্য প্রথম দিবস—
মেঘে মেঘে বিদ্যুৎ—
প্রথম কদম ফুল—


রক্তের সাথে মিশে গেছে
আমার রাসু—
আমার প্রতিটি হৃদকণিকায়
শ্রীরাধিকার নাম—
অধম আমি—
বুঝতে পারিনি, ব্রহ্মকমলে লেখা—
দাসেরও দাস হয়ে ফোটে,
আমার ভাগ্যরেখা—


ভাগ্যেও নেই যা—
তাও জানি, আমার আত্মস্বরূপে আছে—
আমার আত্মস্বরূপ, আজও নেতাঘাটে বাঁধা
হে আমার আত্মস্বরূপা,
তোমার স্বপ্নে কি আজও
লখাই ডোমনি আসে?


স্বপ্নের থেকেও সুন্দর, ওগো আমার মধুসুন্দরী দেবী—
মধু ঢালো,
এ আত্মমৈথুন যেন হয় সমুদ্রমন্থন—


মন্থনে মন্থনে কাটে মাঙ্গলিক দোষ
মন্দিরে মন্দিরে মীরার ভজন—