হে জল, হে কচুরিপানার ঢেউ
হে জেগে ওঠা শ্যাওলা
আমাকে প্রকাশ করো


আমাকে দাও দলশামুকের গান,
মা ষষ্ঠীর ঘটে পোঁতা ডাল


হে শিল, হে পিটুলি, হে মঙ্গল ঘটে আঁকা
হিজিবিজি মূর্তি
তোমরা বিড়ালীর দুধ দিয়ে আরও আরও শিশুসন্তানের তৃষ্ণা মেটাও


আমাকে ডুবিয়ে রাখো সেই গুগলির শরীরে, শীতল করো


কোনো এক জীর্ণ হাসপাতালে,
অজানা রোগে গলে পড়া একটি বাচ্চা মেয়ে খুব কাঁদছে


আমাকে করো তার কান্নার আরাম,
কোনো এক অসুখ বিবর্জিত অরণ্য ষষ্ঠীর দেশে।