তোমার মনে তো অন্য কেউ
আর আমি বোকার মতো সাত-পাঁচ ভাবি ।
এই পৃথিবীর মানুষ গুলো কত অদ্ভুত
তাই না, কত স্বার্থপর।
সকাল থেকে শুধু ব্যস্ত আর ব্যস্ত
কৈ একবারও তো খবর নাও না ,
তোমার মনে তো অন্য কেউ।
আমি গরিব হই আর বুড়ো
কিন্তু কাউকে তো ঠকাই না
সত্যি কথা বললে কি সম্পর্ক শেষ হয়ে যাবে
তোমার মনে তো অন্য কেউ ।
তাই রাত্তিরে বারোটা বেজে যায়
তোমার ঘুম আসে না,
আমি জিজ্ঞাসা করিনি
তুমি কার সাথে কথা বলবে
সেটা তোমার ব্যক্তিগত ব্যপার
কারন তোমার মনে তো অন্য কেউ।
হয়তো আগে বুঝতে না পারলেও
এখন খুব বুঝতে পেরেছি
তোমার মনে তো অন্য কেউ
আমার ভাবনা গুলো বেকার।।