হুজুর;
দিন আনি দিন খাই
কোনো কিছু মোর নাই
সকল কিছু যে গেছি ভুলে।
কি যে মোর অপরাধ
কেন দিলে অভিশাপ
দেখো দেখি কোন সাজা সাজে ।
কি করি আর কোথা যাই
কোনো যে মোর মনে নাই
ভুলে যাই ভুল কিছু করে ।
মাথায় আঘাত করে
মনে করি বারে বারে
কোনো কথা মনে নাহি পড়ে ।
চারি দিকে হাসা-হাসি
এর চেয়ে ভালো ফাঁসি
এই সাজা চির বিদায় দিবে ।
খানিক পরেতে যখন
সংশয়ে পড়ে মন
কি এমন করেছি অপরাধ ।
তাই শুধু ভেবে যাই
কোনো খানে নাই ঠাঁই
এ অপরাধের সাজা খোঁজা দায় ।