ভাগে ছিল একমুঠো ভাত
সেটাতেও আবার পড়লো হাত ।
এখন আমি উপবাসী
ভাতের থালায় পড়লো লাথি ।
কোন হিসাবে ছিনিয়ে নিলে
কোথায় অঙ্ক শিখেছিলে।
ভাগে পেলো না সকলে সমান
চক্ষু বুজে বিলিয়ে দিলে ।


তুমি বিচারক করোনি তদারক
করলে আমায় আটক।
দু' মুঠো ভাত দিলে না আমায়
মারলে লাঠি কতক ।
কারো জীবন উজ্জ্বল হয়েছে
বিদ্যুতের আলোতে।
কারো আবার কেরোসিনের আলো
কারো বা মোমবাতিতে।
আমার জীবন প্রদীপের আলোয়
মিটমিটিয়ে জ্বলে ।
কখন যে তা নিভে যাবে
তেলের অভাব পেয়ে।