আঁধার কাড়টা ঠিক করে দে
ভু'ল বলছ্যে লোকে
ভোট ছবিটাও বয়েসটা দ্যাখ
অনেক কমেই আছে ।
ব্যাঙ বই-য়ে নামের পরে
পদবিটাই নাই
কি ক'রব , কোথায় যাব
বলে দে না ভাই ।
আশি বছর বয়েস হ'ল
বিদ্ধ ভাতা নাই
কনটোলটাও বন্ধ ক'রল
ব'লছে লাল-নীল নাই।
কি ক'রবো ব'লে দে বাপ
এই বয়েসে আস্যে
গতরটা চলছে নাই আর
ম'রবো কবে কে জানে।
লোক গুলা ভাল লয় রে
উল্টা -পাল্টা করে
বেটাকে বাপ করে দেয়
বয়েসটা সতের আছে ।
ভাব্যে ভাব্যে শুকাই গেলম
দিন কতেক ধ'রে
দেখাই দিতম উয়াদিকে
পেটে কালি থা'কলে ।
ই জম্মে আর হবেক নাই
যা ক'রেছিস আছে
আঁধার কাড়টা ঠিক  করে দে
ভু'ল বলছ্যে লোকে ।।