বিকেলের শেষ
রাঙা সুর্য
পাখিরা আসছে নীড়ে
ছোট্ট ছেলেরা মাঠে খেলা করে
ফিরছে নিজের গৃহে।
নিঝুম রজনী দাঁড়িয়ে রয়েছে
আঁধারের জাল নিয়ে।
হাটের থেকে ফিরছে লোকে
কেউ বা কর্ম সেরে।
ক্লান্ত দেহ মানছে না আর
ঘামে আছে সব ভিজে।
কোনো এক পথিক স্তব্ধ হয়েছে
সারাদিন পথ চলে ।
গ্রামের বধূরা জল নিয়ে যায়
কলসী কাঁখে নিয়ে ।
আঁধার ঘনালো, ঝি-ঝি পোকা ডাকে
জোনাকিরা দেয় আলো ।
প্রভাতে আবার উঠবে সূর্য
ঘুচবে মনের কালো ।।