বলবো কি আর ভয়ের কথা
আমাদের পিকলু জ্যেঠা
শিখেছে গান গোটা চার
বাজাচ্ছে সা-রে-গা-মা-পা ।
এমনিতে একটু রাগি
সারাদিন ছুটা-ছুটি
ঘরেতে মন থাকে না
ইস্কুলে গান ধরে না ।
পড়ে সে একাই যখন
কারো কে ধার ধারে না
ভাবে সে একলা মনে
খাতা আর কলম এনে ।
মাছ হলে পাখনা খাবে
মাংসকে নিরামিষ মানে
চাটনি তো হলেই খাবে
ভাত মুড়ি অরুচি হবে ।
এবার বলি ভয়ের কথা
কি করে যে বলবো ওটা
পরে যদি শুনে জ্যেঠা
নিয়ে আসে আস্ত ঝাঁটা ।
সে দিন ওই উকুলিতে
আমাদে পিকলু জ্যেঠা
কোনো এক অনুষ্ঠানে
ধরেছে গান এক মনে ।
চার ধারে লোক দেখে
হঠাতেই চমকে উঠে
গান তখন ভুলেই গেছে
বুকটা ধুকপুকাচ্ছে ।
কাঁপছে হাত পা গুলা
সবাই বলে শুনো ব খুড়া
রাখে দাও যা হয়েছে
গানটা ভালোই গাইলে।।।