হৃদয় ফাটানো কান্না
আগুনের স্ফুলিঙ্গ
রাশি রাশি কালো ধোঁয়া
নীল আকাশ ঢেকে রাখে ;
কোথাও বৃদ্ধ, কোথাও শিশু
হাজার হাজার মানুষের চিৎকার
যেন ভূ-কম্পন হচ্ছে।
ভেঙে পড়ছে কত বাড়ি, কত গাড়ি , কত প্রাসাদ ।
রক্ত স্রোত বইছে
তবু স্তব্ধ হচ্ছে না, কিছুতেই না, কিছুতেই না ।
একি যুদ্ধ!
মানুষে মানুষে লড়াই!
বন্ধ করো --
গুলি-গোলা, বোমা বাজির শব্দ
বন্ধ করো এ লড়াই
বাঁচতে দাও
আর নিওনা কেড়ে প্রাণ ।
আবার হোক নতুন সকাল
পাখি ডাক, মৃদু বাতাস
ভরে যাক মন ।
জেগে উঠুক নব কিশলয়
আর নিওনা কেড়ে প্রাণ ।