লোকে বলে তোর কপাল খারাপ
শুনে ভয় পেয়েছি মনে
রাত্রিবেলা ঘুম আসে না
কান্নায় যাই ভেঙে।
দিন চারেক খায়নি খাবার
মন লাগে না কাজে
হঠাৎ হঠাৎ স্বপ্ন দেখি
কপাল, খারাপ হল কেমন করে?
হাত বুলিয়ে দেখে ছিলাম
কপালে কিছুই নাই
সংশয় তবু কাটছে না যে
কোথাও যে নেই ঠাঁই।
সাবান দিয়ে ধোয়া হল
বার পাঁচেক দিনে
তবু কপাল ঠিক হয় না
কি হবে কে জানে!
ভাবনা আসে অনেক কিছুই
ভাবতে লাগে ভয়
নিশ্চয়ই আজ কপাল খারাপ
নইলে কিসের ভয় ।
আয়নাতে মুখ দেখি যখন
কয়েক দিন পরে
তখন দেখি কপাল আমার
লাল হয়েছে ফুলে।
হল না কিছুই সব বৃথা
চিকিৎসা হল পরে
খাওয়া হল অনেক ওষুধ
কাজ হল না তাতে ।
কোথায় যাব বলবো কাকে
বলতে লাগে ভয়
পাছে যদি কপাল আমার
বেশি খারাপ হয় ।
শোনার মতো ছিল না কেউ
এমন ব্যধির কথা
কপাল তাই থাক কপালে
এই কপালের লেখা ।