আমি হিমালয়ে যাব
সংসার ছাড়িব
লইব সাধুর বেশ
আসিবনা ফিরে
এ পোড়া সংসারে
ভুলিব সকল খেদ।
নীরবে সেথায়
রহিব একই
ডাকিবেনা নাম ধরি
বরফের স্তুপ
ভাঙিয়া বসিব
গায়ে দিব নামাবলী ।
সহসা বহিল
শীতল বাতাস
প্রাণে নাহি কোনো ভয়
যৌবনে আজি
বরফ জমেছে
বসন্ত করিছে ভয় ।
ফেলিয়া এসেছি
যা কিছু সব
ফেলিয়া এসেছি গৃহ
ভুলিতে পারিনা
ফেলে আসা স্মৃতি
ভুলিনি মাতৃ স্নেহ ।।