নীরব জীবন বিকেলের শেষ
সোনালী রোদের ছটা ।
স্তব্ধ ঘরের ছোট্ট জানালা
বাতাসের আনাগোনা।
দুরে দেখা যায় সারি সারি গাছ
পাখিরা মেলেছে ডানা।
ছোট্ট ছেলেরা মাঠে খেলা করে
পথিকের আসা যাওয়া।
দুয়ারে দাঁড়িয়ে কোনো এক নারী
পথ চেয়েছিল একা ।
ছিল না কেউ কথা বলার
মন ভারি করে থাকা।
মনে পড়ে কত ফেলে আসা স্মৃতি
কত প্রিয়জনের কথা।
হঠাৎ করে চোখের কোনায়
বৃষ্টি গেল দেখা ।।