সুপ্রভাত,
ভালো আছো নিশ্চয়ই
আরে বাবা ভালো থাকারেই তো কথা ।
কিগো, কথা বলছো না যে
ও, রাগ হয়েছে বুঝি
সে কথা আমি জানি
রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম
তাই কথা হয়নি ।
জানো,
তোমায় সাথে এক মুহুর্ত কথা না বলে থাকতেই পারি না ।
তুমি না খুব খুব ভালো
জানতো লোকে আমাকে পাগল বলে
আরে বলুক না, আমি তো আর
সত্যি সত্যি পাগল নই
তা তুমি নিশ্চয়ই জানো।
তোমায় না এলো চুলে খুব সুন্দর লাগবে
হাতে বড় বড় নখ, তাতে লাল নেলপালিশ
ঐ নখ দেখে আমার শরীরে-
শিহরন দিচ্ছে।
আ! কি দৃশ্য।
এই দেখো, আবার চুপ করে কেন
কি জানি আবার রাগ হয়েছে বোধহয়
কথা দাও , তুমি আমার সাথে
দেখা করবে ।
কি গো কথা দাও।
বলোনা তোমায় কোথায় দেখতে পাব ?
কোথায় গেলে তোমায় পাবো
একটি বার বল শুধু একটি বার।।