আজও যেন সমুদ্র মন্থন হয়
পাহাড় শুশুনিয়ায়;
অমৃত উঠে আসে
পান করে হাজার হাজার
নর-নারী ,
পবিত্র এ স্থান, পবিত্র তীর্থভূমি।
দেশ-বিদেশের মানুষের সমাগম
প্রকৃতির অপরূপ দৃশ্য
দেখে ভরে যায় প্রাণ
তোমায় ভালোবাসি আমার জন্মভূমি বাঁকুড়ার
স্বর্ণ মুকুট তুমি।
ওগো পাহাড় শুশুনিয়া
তোমায় ভালোবাসি আমি।।