প্রতিদিন দ্রুত পাল্টে যাচ্ছে পরিস্থিতি;
চোখের সামনে ঘটছে বদল দৃশ্য জুড়ে!
যেমন করে দমকা হাওয়ায় সঙ্গী সাথি
যে যার মতন জড়িয়ে আছে রাত দুপুরে।


এমন করে ভেবে যাওয়াটাই বেশ কষ্টের,
কিছু কথাগুলো বলে দেওয়াটাই হয়ত শ্রেয়!
আকাঙ্ক্ষার দেওয়ালগুলোই বিভাজিকা, প্রকোষ্টের
জানালা দিয়ে আলোর প্রবেশ অনপনেয়।


তাদের আজ আর চিঠির বাক্সে হাত পরেনা।
ছুটির দিনে হাজির হয়না দুঃখ নিয়ে..
আমার শুধু লক্ষ্য ছিল লক্ষ্য চেনা,
সিদ্ধান্তেও সঠিক হলাম, খুব ক্ষতিয়ে।


সময় নিজের বেগেই অবিরাম গতিশীল।,
তার পথ বাধে এমনটা কার সাধ্য?
দুঃষ্প্রাপ্য জীবনটা অংক, সম্পর্কের মতই জটিল,
যতটুকু পাওয়া যায় ততটাই নিয়মে বরাদ্দ।


একটা আস্ত জীবন ব্যয় করি আয়নাটাকে চেনার জন্য,
তবু অগতির গতি আর চেতনার হয়না চৈতন্য।।


১৯.১২.২০১৭