স্বপ্নেরা নির্বোধ, কোনো কালেই ফেরে না সে স্রোতে
প্রতিশ্রুতির মিথ্যে, জমাট চাহিদা পাঠায় ঘুম
সকাল হতেই অনুভুতিগুলো দেশান্তরিত দেশ হতে
অবয়বটুকু মনে জমা রেখে, বাকি ভুলিয়েছি বেমালুম


প্রত্যেক চেতনারই থাকে স্থান, কাল, লক্ষ্য,
দ্রবীভূত ভাবনারা বাষ্পের সাথে থাকে মিশে,
চিরাচরিতেরা ছোটে অভিমুখে, জনসমক্ষে
বৃষ্টিও কেঁদে ফেলে, আবেগ কে চাপা রাখেনা সে


জুড়ে থাকা মোহ যন্ত্রণা দিলে, দূরে থাকাটাই শ্রেয়..
তারও পরে প্রিয় অলীক সফরে, সমাপ্তি রাখে চিহ্ন..
পথ থেমে গেলে নীরবে, দু'পায়ে ভর করে পাথেয়,
গহীন সত্যে পৌঁছতে চায় একা, নিরবিচ্ছিন্ন।


মহাকাশ অন্তহীন, ছায়াপথে সুখ দুঃখেরা ম্লান!
জীবিতরাই হিসেব করে দিন, মৃতদের সব কিছুই সমান।


১০.১১.২০১৭