প্রেম মানে আমি বুঝি হঠাৎ অবুঝ হওয়া
দুরন্ত পায়ে ছুঁটে যাওয়া বহুদূর।
তুমি মানে বুঝি আমি হৃদয়ে পাগল হাওয়া,
বুকের গিটারে বেধে একমনে গাওয়া সুর।


গভীর রাতের মাঝে স্বপ্নের ছুঁয়ে থাকা,
আমি ভাবি প্রেম ভালোবাসা বুঝি এরে কয়।
কিংবা হঠাৎ করে শীতের কুঁয়াশা ঢাকা
সন্ধায় হাত ধরে উষ্ণতা বিনিময়।


দেহের শিকল দিয়ে আকড়ে বুকের মাঝে,
একটু ঘুমিয়ে থাকা যন্ত্রনা থামাতে,
তুমি মানে আমি বুঝি আলতা সিঁদুর সাজে,
প্রিয়তমা ওই মুখ মিশে যাবে আমাতে।


তুমি মানে মনে হয় সব কিছু ভুলে যাই,
সব রাগ অভিমান দূরে ছুঁড়ে দিই ফেলে।
কখনও ভীষন আবেগে তোমাকে চোখে হারাই,
ছেলে মানুষের মত চুমু খেয়ে দু-গালে।


প্রেম মানে আমি পাই হারিয়ে ফেলার ভয়,
অহেতুক চিন্তার স্তূপে জমা ভীরুতা।
কখন বা খালি হাতে একাই যুদ্ধ জয়,
দূর্বল হৃদয়েতে জমে উঠে দৃড়তা।


প্রেম মানে আমি চাই তোমার চোঁখের জল,
সমস্ত শুঁষে নিতে এ বুকের কলিজাঁয়,
তুমি মানে আজ আমার ভাবনার সম্বল,
হারিয়ে যেওনা যেন এইটুকু বলে যাই।


২৯.১২.২০০৯