এত সম্ভার রুপ ঐশ্বর্যের আগল উন্মুক্ত রেখে
কেটে গেছে কত হাজার বসন্ত,
কামুক ভ্রমর দখিনা হাওয়ার গন্ধে ভেসে ভেসে
এসেও করেছে অকারন ভ্রান্ত।


রুপ রস খোঁজার জন্যও লাগে লুটেরা সুক্ষ্ম ছক
তা না হলে হয় কি পুরোটা লুট,
কি হয় এত কাছে এসে আর অনেক ভালবেসে
অকারন এ সাধের যৌবন রেখে অটুট।


অথচ কত দিন রাত, কত সময় আর অসময়
শিহরিত মন থেকেছে অপেক্ষায়,
তারার আলোয় যৌবনা রুপের গন্ধ ধুয়ে ধুয়ে
ভেবেছে এই বুঝি এলো ভ্রমরায়।


তারপর চোখ মুদে থেকে অস্তিত্বে অনুভব করা
কোন বাস্তবতার মুখোমুখি সুখ,
এত আনাড়ি সময়ের নাগাম ধরে হয় কি শেষ
তাই কামনার বসন্ত থাকে বিমুখ।