একটা আঁধার লাগে,
নইলে আলোর প্রকাশ কি হয়
আলোর মধ্যেই কেবল,
একটা আকাশ লাগে
নইলে মেঘে মেঘেই কি হয়
ঝুম নৈসর্গিক বাদল।


একটা পথ লাগে,
নইলে স্বপ্ন দেখলেই কি হয়
স্বপ্নগুলো পেতে চায় রুপ,
একটা ভিটে-মাটি লাগে
নইলে ঠিকানাহীন জীবন
যেন অস্তিত্বের মুখে আঁটা কুলুপ।


একটা সঙ্গী লাগে,
নইলে সঙ্গহীন জীবন কি হয়
কবিতার মত সুন্দর,
একটা বিশ্বাস লাগে,
নইলে প্রেম যতই হোক গভীর
কষ্টরাই ভরবে অন্তর।


একটা কাল ম লাগে,
নইলে কল্পনা কি করে পাবে
পাতায় ভরা আক্ষর,
একটা মনন লাগে,
নইলে ভাবনারা কি করে রাখবে
অজানা জ্ঞানের স্বাক্ষর।


একটা মৃত্যুও লাগে,
নইলে জীবনের অস্তত্ব কি হয়
কেবল বেঁচে থাকার মধ্যে,
একটা স্রষ্টাও লাগে,
নইলে কার ধ্যানে থাকব
মৃত্যু যখন সকল পদে।


২৭ ফেব্রুয়ারী, ২০২১।