আচ্ছা তুই আমাকে ভালবাসতে চাস,
তাহলে বলতঃ আমি আকাশ হলে তুই
মেঘ হবি, আমি সূর্য হলে তুই চাঁদ হবি,
আমি তারা হলে তুই হবি দৃষ্টি?


আমাকে ভালবাসতে চাস, তাহলে বলতঃ
আমি কলংক হলে তুই কলম হবি, আমি
লোভী হলে তুই নিঃস্বার্থ হবি, আমি নিঃস্ব
হলে তুই আশ্রয় হবি?


না- তোকে কাঁদতে বলিনি আমি। মেঘ হলে
শুধু কাঁদতেই কি হয়? নতুন জলে কত
জীবনের আন্দোলন লুকিয়ে থাকে, সূর্যের
আলো না পেলে চাঁদের অস্তিত্ব কি থাকে,
চোখে আলো না থাকলে তারারা কি ডাকবে
ইশারায়?


সহস্র মারনাস্ত্রের চেয়েও যে কলম শক্তিশালী
অস্ত্র। আমাদের প্রেম নিয়ে মিথ্যা কলঙ্কের  
ভয়ংকর আগ্রাসন থেকে বাঁচতে কলম হোক
তোর বলিষ্ঠ উচ্চারণ, এর পর নিঃস্বার্থ সব
ভালবাসায় আমাকে তোর বুকের নিরাপদ
স্থানে দিস একটু আশ্রয়।