আমি ওর নিষ্পাপ শিশুতোষ মুখে
ভালবাসার স্বপ্ন সন্দেহে যখন কোন  
প্রশ্ন শুনি তখন আমি ভেতরে ভেতরে
হয়ে যাই অস্থির। তখন মুখে কিছুই  
বলতে পারি না আমি।


এমন কষ্টে আমার দু’চোখ উপছিয়ে
অশ্রু ঝরতে চায়। কিন্তু তা অনেক
কষ্টে তার সামনে লুকিয়ে রাখি। ভাবি
আমার অস্থিরতা আমার কাছেই থাক,
তবু সে থাকুক সরল আনন্দ আর
সুখের নির্মল আনন্দ ভাবনায়।


ও ওর ছেলেমি আচরণে বার্ধক্যহীন
জড়তায় যখন হাতে হাত রাখে তখন
আমি ভুলে যাই আমারও বয়স হয়েছে,
আমার দৃঢ় পদক্ষেপ হয়েছে মন্থর। তবুও
নিঃশ্চিন্তে সমান্তরালে পা বাড়াই সম্মুখে
তাকে আজীবন পাশে পাওয়ার আশায়।