অদৃশ্য সংসার
- পলক রহমান।


এ কেমন ঘর বাঁধা?
সিঁড়ি আছে, দরজা আছে, আছে জানালা,
খোলা আকাশ আছে, চাঁদ তারা সূর্য আছে
মানুষ আছে, মন আছে, শুধু সেফটিপিন খোলা।


এ কেমন ঘর বাঁধা?
বিল্ডিং আছে, রোড নাম্বার আছে, আছে ব্লক,
খোলা মাঠ আছে, পার্ক আছে, আছে মসজিদ
কাঁচা বাজার আছে, চুলা আছে, বন্ধ তবু ক্লক।


এ কেমন ঘর বাঁধা?
একে অপরকে চেনে তবু অতি দূরের মানুষ যেন,
কে যায় কার কাছে অথবা কার কাছে কে আসে
সম্পর্ক গভীর তবু মাঝখানে পর্দাটা আটকানো।


এ কেমন ঘর বাঁধা?
কত সুখ-দুঃখ আছে, স্বপ্ন আছে, আছে মৃত্যু ভয়,
ঘরে আঁধার বন্ধ, আলোর সাথে বন্ধ রয় বাতাস
তবু ঘর বাঁধার স্বপ্নে সম্পর্কের হয়নি সে পরিচয়।


০৩ এপ্রিল, ২০২১।