অভিমান
- পলক রহমান।


আমাকে আর ছোঁয়ার চেষ্টা করো না। আমাকে আর ছোঁয়াও যাবে না। আমি এখন সাগর বেলায় বালুতে গড়া এক ভঙ্গুর অবয়ব মাত্র। অথচ একদিন বিশাল ঢেউয়ের আঘাতে আমাকে জড়িয়ে হারিয়ে যাওয়ার চেয়েও বালুতেই ছিল তোমার বালাই। তাই তুমি কেবল পা ডোবাতে চাইতে সাগর জলে।


আমাকে আর নাম ধরে ডেকো না। আমাকে ডাকলেও আর খুঁজে পাওয়া যাবে না। আমি এখন তোমার সীমানা থেকে দূরে বহুদূরে। মধ্যবর্তী কোন পাহাড় নেই, পাহাড়ের প্রতিধ্বনিও নেই। যে নাম ধরে তুমি ডাকতে সে নাম এখন ফসিলের কোটরে এক অচেনা হুতাশন।


আমার ছায়াটিও মাড়াতে চেয়ো না। আমার ছায়াও আর কোনদিন খুঁজে পাবে না। আমার আকাশ থেকে ভালোবাসার যে সূর্য একদিন আলো ছড়াতো সে সূর্যও আজ নির্বাসনে। তারাদের আলোয় তো কোন ছায়া ফেলে না। ভেবে নিতে পারো তারাদের রাজ্যেই এখন আমার বসবাস।


২৭ মার্চ, ২০২১।