ক্লান্ত হলে ঝিঁঝিঁ ডাকা,  ভাব্বে তখন তুমি তো একা  
         চাঁদও হয়ত পশ্চিমেতে থাকবে ঢলে,  
থাকবে না দু’চোখে ঘু্ম,‌  দুঃশ্চিন্তার পড়বে যে ধুম    
        আনন্দ সব পড়বে দুঃখের তলে।


হয়ত একটা রাতের পাখি,  ক্ষনে ক্ষনে উঠবে ডাকি
          মনের মধ্যে তোলপাড় করবে কূজন,
আমায় সেদিন বুঝবে,  খিড়কি খুলে অন্ধকারে খুঁজবে
         আমি তখন অনেক দূরে লক্ষ যোজন।


চাঁদের আলো হবে নিভু,  আমায় তখন খুঁজবে তবু
       দূরাকাশে একটি দুটি জ্বলবে রাতের তারা,
পুব আকাশে ফুটবে আলো,  ভাব্বে কিছু মন্দ ভালো
       হতাশ হোয়ে হয়ত তখন হবে আত্মহারা।


সুখে থাকা নিজের কাছে,  সুখ ধরে না গন্ধম গাছে
    বাণী দিয়ে কথার কথায় যায় না খোঁজা সুখ,
আমার লেখায় যে বাস্তবতা,  গল্প হোক কিংবা কবিতা
    আবেগ দিয়ে খুঁজিনি তাতে সুখের মধ্যে দুখ!


বর্ষায় জলে ভরবেই নদী,  অধিক জল থাকেও যদি
      চন্দ্র গ্রহণেও না থাক তাতে জোয়ার ভাটা,
বৃষ্টি ধারার অনেক জলে,  শাখায় বাসা ভিজবে বলে
        ছাড়ে কি বাসা পাখি পড়বে বলে ঠাঠা ?


প্রেমে কি সুখটাই কেবল,  যন্ত্রনার তাতে নেই ছোবল?
      এমন ভালোবাসার জন্যে মরে কি লাভ!
ভালোবাসায় থাকে না কোন লক্ষ্য, পক্ষ কিংবা প্রতিপক্ষ
      সে আপন গুনেই মেটায় সকল অভাব।


তাইত বলি ভালোবেসে,  অংকই যদি কর বসে বসে
          তাহলে তুমি আমায় বেসো না ভালো,
না হয় আমি হলাম একা, থাক না  ভালে দুঃখের লেখা
      ভাব্ব না মিথ্যে প্রেমে কে আমায় কাঁদালো।


৩০ সেপ্টেম্বর, ২০২০।