কেমন যেন বরষার অপেক্ষার মতই আজকাল
আমার কবিতারাও মাতামাতির  অপেক্ষায় থাকে।
বৃষ্টি পড়ছে না তাই কবিতার ছন্দও ধরা পড়ছে না।
বৃষ্টি ভেজা বাতাস বইছে না তাই কবিতার শব্দরাও
ভিজছে না মেঘালী আবেগ আর প্রতিক্ষিত প্রেমের
শিক্ত রসে। কবিতা আসছে না, আসছে না কবিতার
ভাব, শব্দ, ছন্দ কিছুই। তাই কেবলই অপেক্ষা।


মনে হয় আমার কবিতার সকল অনুষঙ্গরা আজ
আকাশের সৈকতে ফেরারী মেঘ হয়ে ভাসছে।
আমার অনুভবের আঙ্গিনায় কখন ঝরবে সে মেঘ
শব্দ বৃষ্টি হয়ে। আমি অনুরাগে গায়ে মাখব সে
ভেজা শব্দের আনন্দধারা, গায়ে মাখব সে খেয়ালী
ভেজা বাতাস, ভেজা ছন্দ, ভেজা সুর আনমনে।


এবার আমি নই, কবিতারাই আমায় নিয়ে ভাসুক
ভেজা প্রকৃতিময় অসীম সৈকতে। আমার আবেগ,
আমার প্রেম, আমার কষ্ট, আমার আনন্দ, অভিসার,
প্রতিক্ষা, আঁধারী মেঘো সন্ধ্যা, প্রেয়সী ঝিম রাত্রি আর
বিহ্বলতা নিয়ে এবার কবিতা আমায় ভিজিয়ে দিক,
আমায় ব্যাপ্তি করুক তার অনাগত গভীর সম্ভারে।