মা আমার মা-
মা আমার মাটি,
মা আমার দেশ।
তাইত আমি প্রানের চেয়েও
মা’কে ভালবাসি,
বারে বারে ছুটে আসি-
পায়ের তলে দিবানিশি,
মা’কে ভালবাসি।


কত দিন কত রাত,
কত কষ্ট প্রতিঘাত।
কত হাসি কত কান্না,
কত মমতার স্রোত বন্যা।
বিনিময়ে মাগো তুমি
চাওনি কোন প্রতিদান,
বিলিয়ে দিয়েছ এই প্রান,
যেন সুখে থাকে সন্তান।


মা তো নয় শুধু মাতা,
সে তো স্বর্গের কবিতা।
সে তো শ্রেষ্ঠ উপহার,
পৃথিবীতে হয় না আর
দ্বিতীয় কোন মা ছাড়া,
তুলনা সবই যে মূল্য হারা।  
তুমি আমার অন্য কারও না,
ও মাগো, মা আমার মা।